লেকার্স স্কুলে এসএসসি বিদায় অনুষ্ঠান

854

p.....5

স্টাফ রিপোর্টার, ৩০ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : লেকার্স পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, দশম শ্রেণির শিক্ষার্থী ময়ুখ চৌধুরী ও সিদরাতুল মুনতাহা।

এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর মেম্বার মেজর তসলিম মোঃ তারিক। স্কুলের অধ্যক্ষ আবদুল মতিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কো-অর্ডিনেটর ক্যাপ্টেন মাহিন আহম্মেদ। বক্তব্য রাখেন, স্কুলের শিক্ষক প্রবর্তন চাকমা ও রিপন চাকমা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মমতাজ জাহান মুন ও সুমাইয়া ইসলাম আনিকা।

বিদায়ী শিক্ষার্থীরা বিগত বছরে স্কুলের বিভিন্ন স্মৃতির উপর একটি প্রামান্য চিত্র মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। শেষে ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। সব শেষে স্কুলের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান