॥ স্টাফ রিপোর্টার ॥
প্রতি বছরের ন্যায় রাঙামাটির ভেদভেদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ২৪ জানুয়ারী মঙ্গলবার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ সহ বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রম ও দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়ার মধ্য দিয়ে উদযাপিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সোলায়মান চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য স্বপন কান্তি মহাজন, বিশিষ্ট ব্যাবসায়ী আশীষ কুমার দে, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির সভাপতি তপন কুমার দাশ, সাধারণ সম্পাদক কুশল চৌধুরী, উদযাপন কমিটির আহবায়ক শিব শংকর আইচ লব, যুগ্ম আহ্বায়ক অমল চৌধুরী, সদস্য সচিব কাঞ্চন দাশ, যুগ্ম সচিব দেবাশীষ পালিত রাজা , অর্থ সচিব অঞ্জন ধর সহ আশ্রম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বিশ্ব শান্তি গীতা যজ্ঞে পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ ব্রহ্মচারী। বিকেলে দীন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া ও সমবেত প্রার্থনার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।