স্টাফ রিপোর্টারঃ
সঠিক সময়ে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তাবায়নে নানিয়ারচরে ফ্রি ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও। রোববার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ২নং নানিয়ারচর সদর ইউনিয়নের ১৭মাইল চেঙ্গী টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
এসময় নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, ইউনিয়ন সচিব সুমন বড়ুয়াসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, প্রথম ধাপে আমরা ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা প্রতিটি ওয়ার্ডে এই সেবা পৌঁছে দিব।
তিনি আরো জানান, সেবা গ্রহীতারা আবেদন জমা করলেই আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন করে দিচ্ছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিতের লক্ষে এই কার্যক্রম হাতে নিয়েছে নানিয়ারচর ইউনিয়ন পরিষদ। এছাড়াও জন্ম ও মৃত্যুর ৪৫দিনের মধ্যে সম্পূর্ণ সরকারীভাবে ফ্রি নিবন্ধন করে দেওয়া হয় বলেও জানান তিনি।