শহিদদের প্রতি মুক্তিযোদ্ধা সন্তানদের শ্রদ্ধাঞ্জলি

436

॥ স্টাফ রিপোর্টার ॥
মহান স্বাধীনতা দিবস’২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ। শুক্রবার (২৬শে মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ) সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তানরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এসময় আহ্বায়ক মো. রাসেল তালুকদার, যুগ্ম-আহ্বায়ক ফাহমিদা আক্তার, মো. সুজন, আবু তাহের, মর্জিনা আক্তার মনি, সদস্য সচিব শাহ আলম বাদশা। সদস্য উম্মে হাবিবা, রুমি আক্তার, মো সিরাজুল ইসলাম, কুরিন আক্তারসহ বীর মুক্তিযোদ্ধা মৃত আলমগীরের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।