শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ইফার নানা আয়োজন

87

॥ স্টাফ রিপোর্টার ॥

ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা কার্যালয় উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে খতমে কুরআন, অলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জয়নুল আবেদীন-এর সংঞ্চালনায় কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মদ।

বক্তব্যে একেএম মকছুদ আহম্মেদ বলেন- পৃথিবীতে আর কোন জাতি ভাষার জন্য এত বড় আত্মত্যাগ করেনি। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করার আহবান জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতসহ সর্বত্র বাংলা ভাষা প্রচলনের অনুরোধ জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী, রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসেম। এসময় রাঙামাটি সদর উপজেলার ইমাম-মুয়াজ্জিন এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সকল ভাষা শহিদ এবং ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।