শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লংগদুতে আলোচনা

92

॥ লংগদু প্রতিনিধি ॥

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার( ১৪ ডিসেম্বর) লংগদু উপজেলায় আলোচনা সভার আয়োজন করে লংগদু উপজেলা প্রশাসন। সকাল ১১ টার সময় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকিব ওসমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যানদ্বয় সীরাজুল ইসলাম ঝান্টু, আনোয়ারা বেগম, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল উদ্দীন, উপজেলা এল জিইডি প্রকৌশলী শামসুল আলম, উপজেলা হর্টিকালচার সেন্টার কর্মকর্তা আসিফ মাহমুদ, প্রবীন সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান, বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, শিক্ষক,ছাত্র ছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তাগন শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা করে এবং পরিশেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করে।