ডেস্কা রিপোর্ট, ৩ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : পার্বত্য শান্তিচুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলোর কাজও এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পিছিয়ে পরা মানুষদের বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’
তিনি বলেন, ‘তখনি দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে যখন সব ধর্ম-বর্ণের মানুষ সমান মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। কাউকে অবহেলায় রেখে দেশের উন্নয়ন হয় না।’ শেখ হাসিনা বলেন, ‘তৃৃণমূল পর্যায়ে যত দ্রুত উন্নয়ন করা যাবে তত দ্রুত দেশ দারিদ্রমুক্ত হবে।’ ২০১১ সালের আদমশুমারি অনুযয়ী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকসংখ্যা প্রায় ১৫ লাখ। মৌলিক অধিকার বঞ্চিত এ গোষ্ঠীকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে ৩৬০ জন মেধাবীর মাঝে ৭০ লাখ টাকার বৃত্তি দেয়া হয়।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান