শান্তিচুক্তির ২যুগ পূর্তিতে সেনাবাহিনী আয়োজন করছে জমজমাট নৌকা বাইচ

425

॥ স্টাফ রিপোর্টার ॥

শান্তিচুক্তির ২যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন আগামী ২ ডিসেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৪ নভেম্বর ভারপ্রাপ্ত জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন খন্দকার তৌফিক ইমাম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় আগামী ২ ডিসেম্বর রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার ইভেন্টসঃ ১. মহিলাদের বড় নৌকা, প্রতিযোগীর সংখ্যা ১৫ জন। ২. পুরুষদের বড় নৌকা, প্রতিযোগীর সংখ্যা ২১ জন। ৩. মহিলাদের ডিঙ্গি নৌকা, প্রতিযোগীর সংখ্যা ২জন। ৪. পুরুষদের সাম্পান, প্রতিযোগীর সংখ্যা ২জন।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানঃ ১. বড় নৌকা (পুরুষ দল) ১ম পুরস্কার- ৫০ হাজার টাকা, ২য় পুরস্কার- ৩৫ হাজার টাকা, ৩য় পুরস্কার- ২৫ হাজার টাকা। ২. বড় নৌকা (মহিলা দল) ১ম পুরস্কার- ৫০ হাজার টাকা, ২য় পুরস্কার- ৩৫ হাজার টাকা, ৩য় পুরস্কার- ২৫ হাজার টাকা। ৩. সাম্পান (পুরুষ দল) ১ম পুরস্কার- ১০ হাজার টাকা, ২য় পুরস্কার- ৭ হাজার টাকা, ৩য় পুরস্কার- ৫ হাজার টাকা। ৪. ডিঙ্গি নৌকা (মহিলা দল) ১ম পুরস্কার- ১০ হাজার টাকা, ২য় পুরস্কার- ৭ হাজার টাকা, ৩য় পুরস্কার- ৫ হাজার টাকা।