॥ স্টাফ রিপোর্টার ॥
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২যুগ পূর্তি উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দিপংকর তালুকদার এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার।
তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষযক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, শ্রমিক লীগের সহ-সভাপতি পরেশ মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন।‘
বক্তব্য দিপংকর তালুকদার বলেন, শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে জেএসএস কে আওয়ামীলীগের সাথে সমঝোতায় আসতে হবে। জেএসএস পার্বত্য অঞ্চল থেকে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্য আমাদের নেতাকর্মীদের হত্যার যে রাজনীতি শুরু করেছে এভাবে কখনই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয়। সন্তু লারমা পার্বত্য অঞ্চলের উন্নয়ন চায়না, সে চায় এ অঞ্চলের জনগণ পিছিয়ে থাকুক, তার নেগেটিভ চিন্তাধারার ফলে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যহত হচ্ছে। আমারা যখন মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সীমান্ত সড়ক করার উদ্যোগ নিলাম সে বলে প্রয়োজন নেই। আজ রাঙামাটিতে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, দূর্গম পাহারে সড়ক যোগাযোগ নিশ্চিত করা হয়েছে। রাঙামাটির জনসাধারণ এসব উন্নয়নের সুফল ভোগ করছে।
তিনি আরো বলেন, যদিও বর্তমানে আমাদের সাথে জেএসএস এর দূরত্ব কিছুটা বেড়েছে তাই বলে শান্তিচুক্তি তো কোন দোষ করে নাই। আমরাও চাই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হোক।