শান্তি চুক্তির বর্ষপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গওহর রিজভী : পার্বত্য অঞ্চলের মানুষ খুব সরল ও অতিথি পরায়ন

639

p.....5

স্টাফ রিপোর্টার, ৪ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ১৮বছর পূর্তী ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার আগমন উপলক্ষে ২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় রাঙামাটি শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙামাটি শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা ড. গওহর রিজভী, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যঅন বৃষ কেতু চাকমা শিল্পকলার কালচারাল অফিসার অনুসিনথীয়া চাকমা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে’সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্টীর ঐতিহ্যবাসী চাকমা জাতির অতিথি স্বাগতম নৃত্য, মারমা জাতির ছাতা নৃত্য, ত্রিপুরা জাতির বোতল নৃত্য, বমদের বাঁশ নৃত্য ও গান পরিবেশন করা হয়। উপদেষ্ঠা তার সংক্ষিপ্ত বক্ত্যবে বলেন, পার্বত্য জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টীর শিল্পীদের পরিবেশনকৃত ঐতিহ্যবাহী নাচ-গানের পরিবেশনা আমার মনে ধারণ করে নিয়ে যাচ্ছি, যা আমি কোনদিন ভুলতে পারবোনা। সত্যিই এ অঞ্চলের মানুষ খুব সরল ও অতিথি পরায়ন। এ অঞ্চলে বসবাসরত মানুষের শ্রদ্ধা ও স¤প্রীতি বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান