শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি করা হলেও পাহাড়ে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হয়নি: সাংবাদিক মকছদ

95

॥ স্টাফ রিপোর্টার ॥

প্রধান বক্তার বক্তব্যে পার্বত্যাঞ্চলে সাংবাদিকতার পথিকৃৎ প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদপণ সম্পাদক আলহাজ্ব একেএম মকসুদ আহমেদ বলেছেন- পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিচুক্তি করা হলেও প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত তো হয়ইনি বরং পাহাড়ে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিষয়গুলো সরকারের খতিয়ে দেখা উচিৎ এবং কার্যকর ব্যবস্থা নেওয়া উচিৎ। এই বর্ষিয়ান সাংবাদিক বলেন, আমরা মানবাধিকার দিবস পালন করি কিন্তু যারা মনবাধিকার এবং মানবতা কথা বলে, আইন করে সেই সাংবাদিকদের কণ্ঠরোধ করার ব্যবস্থা করি। এটা পরস্পর বিরোধি। ডিজিটাল আইনের নামে সারা দেশে বর্তমানে সাংবাদিকদের দারুণভাবে হয়রানী করা হচ্ছে। রাঙামাটতে বিশ্ব মানবাধিকার দিবসের এক আলোচনা সভায় তিনি প্রধান বক্তার বক্তব্যে এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে তার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে মানবাধিকারের কেন্দ্রীয় নেতা দুলাল মিয়া বলেন, আমরা জানতে পেরেছি রাঙামাটিতে বেশ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে হয়রানী করা হচ্ছে। তিনি অবিলম্বে এসব মামলা নিরসনে স্থানীয় নেতৃবৃন্দসহ সরকারে উর্ধতন মহলের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানান।

এ আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে “১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস” পালন করে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। দিবসটি ঘিরে সংগঠনটি র‌্যালি, আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফাউন্ডেশনের সদস্যরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল মিয়া। প্রধান বক্তা ছিলেন- প্রবীণ সাংবাদিক, ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব একেএম মকসুদ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নব-গঠিত পৌর শাখার নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করান ফাউন্ডেশনের পার্বত্য অঞ্চল পরিচালক নাছির উদ্দিন।

ফাউন্ডেশনের জেলা সভাপতি সুলতান কমরুদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুল ইসলাম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের পার্বত্য অঞ্চল পরিচালক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম, জেলার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরিফ জিন্না, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ওয়াল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি অরূপ মুৎসুদ্দি, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি বিমল ঘোষ, পৌর শাখার আহ্বায়ক ইন্দ্র দত্ত তালুকদার, সদস্য সচিব মো. শাহনেওয়াজ, আয়োজক কমিটির আহ্বায়ক মাবুদুল হকসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।