শিক্ষার মানোন্নয়নে কর্ণফুলী ডিগ্রী কলেজে মতবিনিময়

686

p-6
॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী ডিগ্রী কলেজ মিলনায়তনে কলেজ কর্তপক্ষের আয়োজনে মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল করার লক্ষ্যে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

কলেজ উপধাক্ষ্য মোঃ সিরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিপুল কান্তি বড়–য়া, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক সায়েফ উল্লাহ। বক্তব্য রাখেন, অধ্যাপক অমলেন্দু পাল, অধ্যাপক আজিম উদ্দীন, স্থানীয় সাংবাদিক মো. নূর হোসেন মামুন।

কলেজ উপধ্যাক্ষ এ সময় বলেন, কর্ণফুলি কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ। রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় এই কলেজের একটি সুনাম রয়েছে। তাই কলেজে যারা পড়াশুনা করবে তাদের মনে রাখতে হবে কলেজের সুনাম অক্ষুন্ন রাখার ক্ষেত্র তাদের অবদান এবং ভূমিকা সবচেয়ে বেশী। তিনি শিক্ষাথীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা তোমাদের যে ভাবে নির্দেশনা প্রদান করবেন সে অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করলে ফলাফল অবশ্যই ভালো হবে। তিনি এ বিষয়ে অভিভাবকদের কাছ থেকে পরামর্শ ও সহযোগীতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান নূর নাহার বলেন, অভিভাবকরা বড় আশায় বুক বেঁধে তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য কলেজে পাঠান। তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব মহান শিক্ষকদের। তিনি বলেন, চাকুরী হিসেবে নয় শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করতে হবে মিশন হিসেবে। এতে ছাত্রছাত্রীদের মান যেমন বাড়বে তেমনি অভিভাবকদের স্বপ্ন বাস্তবায়ন হবে আর জাতি হবে উন্নত এবং সর্মদ্ধ।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমরা সন্তানদের কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে যাই। এটা সঠিক নয়, একজন ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে যতক্ষণ থাকে তার তিনগুন সময় বাবা মায়ের কাছে থাকে। তাই অভিভাবকরাই একজন শিক্ষার্থীর জন্য বড় কারিগর। সন্তান কোথায় যায়, লেখাপাড়া ঠিকভাবে করে কিনা এবং কাদের সাথে মেলামেশা করে এই বিষয়ে খোঁজ খবর না রেখে ভালো ফলাফল আশা করা যায় না।