শিক্ষা ও সমাজ সেবায় সম্মাননা পেলেন অধ্যক্ষ আবদুল মতিন

144

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানে শেরে বাংলা পীস এওয়ার্ড ২০২৩ পেলেন অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (ভারপ্রাপ্ত)। চলতি নভেম্বর মাসে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ হতে এ এওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার জানান শিক্ষা ও সমাজ সেবায় তাকে এওয়ার্ড প্রদান করে।

প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ, ঢাকা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর এমপি প্রধান অতিথি উপস্থিত থেকে অনুষ্ঠানের মাধ্যমে এওয়ার্ড প্রদান করেন। এসময় শেরে বাংলা এ,কে ফজলুল হক গবেষণা পরিষদ সচিব মো.আর কে রিপন,সাবেক সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সদস্য জন্মজয়ন্তী উদযাপন কমিটির পীর জাদা শহীদুল হারুন ও সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান, আহবায়ক জন্মজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির সৈয়দ মাগুর মোর্শেদ উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, এর আগেও বেশকিছু এওয়ার্ড পেয়েছি। এটা আমার একার প্রাপ্যনয় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সকল শিক্ষক, শিক্ষার্থী,অফিস কর্মকর্তা/ কর্মচারী তথা কাপ্তাই বাসীর সকলের প্রাপ্য বলে তিনি জানান।