শিলছড়ি ভেলাপাড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন

52

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ভেলাপাড়া বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২মার্চ২৪) সকাল ১১টায় শিলছড়ি ভেলাপাড়া বৌদ্ধবিহার ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী। রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ভিত্তিপ্রস্তর স্থাপনে এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুজন তংচংগ্গা ধনা, ইউপি সদস্য সরোয়ার হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াদুল আলম রনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন জাবেদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিহার কতৃপক্ষ ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।