শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন

362

॥ স্টাফ রিপোর্টার ॥

“শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস’২১ পালন করা হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে কন্যা শিশুদের সংগীত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক সানজিদা মুস্তারি। শুভেচ্ছা বক্তব্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মিসেসে অর্চনা চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপনা চাকমা, সংগীত শিক্ষক দিলীপ বাহাদুর, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীণা প্রভা চাকমা, জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা প্রমূখ।