শেখ রাসেলের জন্মবার্ষিকী ঘিরে রাঙামাটি শিশু একাডেমির বর্ণাঢ্য আয়োজন

427

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ শিশু একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র ‘‘শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী ২০২১’’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। তারই অনুসরণে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আগামী ১৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ৯-০০টায় একাডেমি মিলনায়তনে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রতিযোগিতার নিয়মাবলী নিম্মরূপঃ আবৃত্তি প্রতিযোগিতাঃ ‘‘ক’’ বিভাগ ঃ নার্সারী হতে ৩য় শ্রেণি, বিষয়ঃ মানিক সোনা খোকা, কবিঃ জসীম মেহবুব। ‘‘খ’’ বিভাগ ঃ ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি, বিষয়ঃ রাসেল ভাইটি, কবিঃ মোরশেদ কমল। ‘‘গ’’ বিভাগঃ ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি, বিষয়ঃ জন্মদিনের আদর, কবিঃ আ.ফ.ম মোদাচ্ছের আলী। (কবিতা সমূহ শিশু একাডেমি থেকে সংগ্রহ করা যাবে) অতএব, অনুগ্রহ পূর্বক আগামী ১৮/১০/২০২১ সকাল ৯-০০টায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতাসহ অন্যান্য সূচিতে অংশগ্রহণের নিমিত্তে সকলকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।