শেখ রাসেল শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন টিম থান্ডার্স

136

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের কলেজ গেইটে শেখ রাসেল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাঙামাটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম থান্ডার্স ও টাইগার ওয়ারিয়র। প্রথমে ব্যাট করে টাইগার ওয়ারিয়র ৫০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৫২রান করে জয়লাভ করে টিম থান্ডার্স।

খেলা পরবর্তী পুরস্কা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সদস্য উদয়ন বড়–য়া ও আব্দুল্লাহ আল মামুন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু ও নাজমুল হক বাবু।

এসময় শেখ রাসেল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মারুফ হাসান অন্তর সদস্য সচিব ইরফান আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর সেরা খোলোয়ার, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, ম্যান অব দ্যা ম্যাচের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে নগদ ১৩ ও ১০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার কৃতি খেলোয়ার মো. আবদুল গফুর ও মো. ইকবালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।