॥ স্টাফ রিপোর্টার ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান পাহাড়ের মানুষ যেন পিছিয়ে না থাকে, তাই পার্বত্য জেলাগুলোর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বিশেষ বিশেষ কর্মসূচি হাতে নিয়ে কাজ করছেন। কিন্তু একটি মহলের সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের মহড়া পাহাড়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। কারণ উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি; উন্নয়ন সংস্থা ও কর্মীদের মাঝে ভীতি কাজ করলে উন্নয়ন বাধাগ্রস্ত হবেই। যারা অশান্তি সৃষ্টি করছে তারা মূলত পাহাড়ের উন্নয়ন চায় না বলেই পরিবেশ উত্তপ্ত করে রাখার চেষ্টা করছে। তিনি সন্ত্রাসের পথ পরিহার করে সবাইকে উন্নয়নের পথে ফিরে আসার উদাত্ত আহ্বান জানান।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) দূর্গম বরকল উপজেলা প্রশাসনের কাজের গতি ত্বরান্বিত করে জনগনের দৌড়গোড়ায় সেবা পৌছে লক্ষ্যে নির্মিত নতুন উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে এমপি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন বরকলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন দ্রুত গতিতে চলছে, এই উপজেলায় ঠেগামুখ স্থলবন্দর স্থাপন করা হচ্ছে। পাশাপাশি স্কুল কলেজ ভবনসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে বরকলের মানুষের জীবনযাত্রার দৃশ্যপট পাল্টে ডাবে।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল থানার ইন্সপেক্টর তদন্ত সানজিদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, উপজেলা আওয়ামী লীগের সদস্য অংসা সিং মারমা ও ৩নং আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা উপস্থিত ছিলেন।
নতুন স্কুল ভবনের উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করেছে। দুর্গম পার্বত্য এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন ভবন, স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমনন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে উপজেলার পরিষদের নতুন ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে।