শোক দিবসে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী

115

॥ বান্দরবান প্রতিনিধি ॥

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঘিরে বান্দরবান জেলা সদরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বানবাসীদের মাঝে রান্না করা খাবার বিতরণের এই কার্যক্রম উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব ও দুস্থদের পাশে রয়েছেন এবং আজীবন থাকবেন।

এদিকে ও দিনই বিকালে জাতীয় শোক দি সের আলোচনা সভায় মন্ত্রী বীর বাহাদুর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনতে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ঘাতক কুচক্রীমহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার ইচ্ছা পূরণের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশনকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী বীর বাহাদুর।

পার্বত্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্যোগকবলিত মানুষের পাশে স্থানীয় জনপ্রতিনিধিদের থাকার জন্য নির্দেশ দিয়েছেন। পার্বত্যবাসীর দুঃখের সংবাদ পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। আর এই সরকার যে পরিমাণ গরীব ও অসহায়দের সেবা ও সাহায্য সহযোগিতা করে আসছে তা এর আগে অন্য কেউ আর করেনি।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধনশেষে পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.শফিকুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.সামশুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনের প্রথমভাগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর্য পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।