শোক দিবসে রাঙামাটি পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

194

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেন ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর ফিরোজ আল মাহম্মুদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-২ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, পৌর-পরিষদের কর নির্ধারক সনদ কান্তি বড়–য়া প্রমুখ। এছাড়াও সভায় সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিনসহ পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে বক্তরা বলেন, দেশকে গড়ে তোলার ক্ষেত্রে যা যা করার দরকার তাই করে দিয়ে গিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের জন্যে তিনি সকল দলের সমন্বয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যত ব্যবস্থা করে দিয়েছিলেন তার সুফল আজ আমরা পাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন এবং তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান বক্তারা । এর আগে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।