॥ স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে এ আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। এছাড়াও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া, যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, রাঙামাটি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে বক্তব্য রাখেন।
এসময় সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা অপু সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জীবনী উল্লেখসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থিত সকলের মাঝে তুলে ধরে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। বক্তরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং এ জঘন্য হত্যাকান্ডে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।