॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগিকে অংশগ্রহণ করতে দেখা যায়।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আমরা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা সম্পন্ন করেছি।
বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা ০৬.৩০ মিনিটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানান তিনি।