সংবাদ সম্মেলনের নামে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদ ডা: কালামের

563

।। সংবাদ বিজ্ঞপ্তি ।।

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়েছেন লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজার এলাকার পল্লী চিকিৎসক ডা: আবুল কালাম। গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে ডা: আবুল কালাম জানান, আমি লোকমুখে জানতে পেরেছি সম্প্রতি আমার এলাকার বাসিন্দা মোছাম্মৎ মমতাজ বেগম লিপি আমিসহ আমাদের এলাকার বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটনার মানসে কিছু মনগড়া মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। যা শ্রদ্ধাভাজন সাংবাদিকবন্দের মাধ্যমে কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়।

মূলত: মমতাজ বেগমের অসংলগ্ন নানা কর্মকান্ডে অতীষ্ঠ হয়ে তার বিরুদ্ধে এলাকার প্রায় দুইশত মানুষের গণ স্বাক্ষরে পুলিশ সুপার মহোদয় বরাবরে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। সেই অভিযোগ থেকে বাঁচার জন্যই মমতাজ এই তথ্য বিকৃতির উদ্যোগ নিয়েছে বলে আমরা মনে করি।

বিবৃতিতে তিনি বলেন, এলাকার সকল মানুষ মনে করে নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই মমতাজ বেগম এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের চরিত্র হননের ব্যর্থ চেষ্টা চালিয়েছেন। প্রকৃতপক্ষে মমতাজ বেগম একজন পরধনলোভি, ঝগড়াটে ও ধান্ধাবাজ প্রকৃতির মহিলা। তিনি প্রায়ই এলাকার নিরীহ লোকদের নামে মিথ্যা মামলা করে হয়রানী করে এবং এক পর্যায়ে টাকা পয়সা নিয়ে সমঝোতা করে। তার বোন পুলিশে চাকুরী করে বলে বোনের নাম ভাঙ্গিয়ে সে থানা পুলিশের কাছে বারবার ধর্ণা দেওয়ার সুযোগ নেয়। তিনি স্বামী পরিত্যাক্তা হওয়ার পরও বিভিন্ন জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়ে এলাকার মানুষ অবহিত। সে প্রায়ই তার সন্তানদের খুন করে অন্যকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এবং নিজে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। আবার কখনও কখনও অন্যকে খুন করারও হুমকি দেয়।

এই সকল বিষয়ে উল্লেখ করে বিগত ১৭ ফেব্রুয়ারি পুলিশ সুপার মহোদয় বরাবরে এলাকার মানুষ গণস্বাক্ষরে একটি অভিযোগপত্র দাখিল করে। পরে ১৮ ফেব্রুয়ারি তার হুমকি ধামকির প্রেক্ষিতে আমি লংগদু থানায় একটি অভিযোগ দায়ের করি। দুই অভিযোগের কপি আমার বিবৃতির সাথে সংযুক্ত করলাম। সাংবাদিকগণের কাছে আরজি জানাচ্ছি যে, প্রকৃত সত্য উদঘাটনে আপনারা আমাদের এলাকায় সরেজমিনে গেলে এলাকাবাসী আনন্দের সাথে আপনাদের সহযোগীতা করবে।

আমি এই মিথ্যাচারের তীব্র নিন্দ জানাচ্ছি এবং মিথ্যাতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল মহলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।