সঠিকভাবে দায়িত্ব পালন করায় পুলিশ সদস্যদের পুরষ্কৃত করলো নানিয়ারচর থানা

409

॥ মাহাদি বিন সুলতান ॥

রাঙামাটির নানিয়ারচর থানা পুলিশের উদ্যোগে  সঠিকভাবে দায়িত্ব পালন করায় ৪ পুলিশ সদস্যকে পুরষ্কৃত করা হয়েছে। অত্র থানার পক্ষ থেকে এই পুরষ্কার বিতরণ করা হয়।

সোমবার (১ জুন) সকাল ১১ টায় ভালো কাজে উৎসাহ প্রদানের জন্য নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান পুলিশ সদস্যদের পুরষ্কৃত করেন।

গত মে মাসে বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধকল্পে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করায় এসআই (নিঃ) রওশন জামান, মৌসুমী মাছ নিধন রোধকল্পে বিপুল পরিমান কারেন্ট জাল আটকের জন্য এসআই (নিঃ) রাজু আহম্মেদ গাজী, ফরমালিনযুক্ত আনারস বাজারজাত রোধে বিপুল পরিমান আনারস আটকের জন্য এএসআই (নিঃ) জুয়েল দাশ এবং থানার পরিবেশ সুন্দর রাখার জন্য নায়েক চাই থোয়াই মারমাকে পুরষ্কার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, নিজ নিজ দায়িত্ব সঠিতভাবে পালন করা সহ ভাল কাজের প্রতি পুলিশ সদস্যদের উদ্ভুদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরষ্কৃত করার এই ধারা অব্যাহত থাকবে। এসময় অফিসারদের মাঝে মামলার তদন্ত সহায়ক বিভিন্ন ডকুমেন্ট সামগ্রীও প্রদান করা হয়।