সড়ক দূর্ঘটনা এড়াতে কোতয়ালী থানার প্রচারণা

87

॥ স্টাফ রিপোর্টার ॥

পর্যটন শহর রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে কোতয়ালী থানা পুলিশ। রাঙামাটি শহরে চলাচলরত সিএনজি, মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকদের সচেতন করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

কোতয়ালি থানার ওসি আরিফুল আমিনের নেতৃত্বে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের ফিসারী বাঁধ ও মানিকছড়ি চেকপোস্টে দীর্ঘ সময়ব্যপী প্রচারণা চালানো হয়। পুলিশ সদস্যরা এ সময় তাকে সহায়তা করেন।

ক্যাম্পেইন প্রসঙ্গে ওসি বলেন- দুর্ঘটনা রোধ, অতিরিক্ত যাত্রী পরিবহণ, লোড আনলোড, নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ী চালাতে চালকদের সচেতন করতে শহরের ফিসারী বাধ ও মানিকছড়ি চেকপোস্টে প্রচারণা চালানো হয়েছে। এর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি গাড়িতে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। যাতে অন্তত স্ট্রিকারটি দেখার পর চালকদের মনে পড়ে, নিজে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, ইদানিং রাঙামাটিতে সড়ক দূর্ঘটনা বেড়ে গিয়েছে তাই আমাদের এই প্রচারাভিযান। আগামীতে এধরণের প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।