ঢাকা ব্যুরো অফিস, ১৩ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : হাইকোর্টের রীট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর নির্দেশ মোতাবেক ঢাকা মহানগরীর চার পাশের নদী যথা- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ চারটি নদী দূষন ও বর্জ্য নিষ্কাশন রোধ, অবৈধ দখল উচ্ছেদর অংশ হিসেবে আজ ৬০টি পাকা ভিটি ও বাকি ১৬ টি কাচা ভিটি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সরোয়ার আহমেদ সালেহিন ও দ্বিতীয় ম্যাজিষ্ট্রেট মাহবুব জামিল এবং ডাইরেক্টর শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান