॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে সরকারের ভূর্তকী মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর ) সকালে রাঙ্গামাটি শিশু পার্ক এলাকায় পন্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বালুখালী ইউনিয়নের ১ হাজার ফ্যামিলি কার্ড ধারী ভোক্তা পন্য সংগ্রহ করতে দেখা গেছে। প্রতি কার্ডের বিপরীতে ৪০৫ টাকায় ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ১কেজি চিনি সংগ্রহ করছে ভোক্তারা।