সন্ত্রাসীর গুলিতে আহত ট্রাক চালককে দেখতে হাসপাতালে এমপি দীপংকর

158

॥ রাঙামাটি জেলা প্রতিনিধি ॥

রাঙামাটিতে কাঠবাহি ট্রাকে সন্ত্রাসীদের গুবর্ষণে আহত ট্রাক চালক ছৈয়দুল কে দেখতে হাসপাতালে গিয়েছেন দীপংকর তালুকদার এমপি। মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে চালক ছৈয়দুল আলম (২৫) এর শারীরিক অবস্থাসহ চিকিৎসার খোঁজ-খবর নেন এমপি।

এ সময় দীপংকর তালুকদার ট্রাক চালক ছৈয়দুলের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া ছাড়াও কর্তব্যরত চিকিৎসকদের চালকের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে এমপি তালুকদার সাংবাদিকদের বলেন, আমরা অনেক আগে থেকেই পার্বত্য এলাকা হতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছি। পাহাড় থেকে অস্ত্র উদ্ধার যেমন জরুরী তেমনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলের সচেতন এবং সোচ্চার হওয়াও জরুরী। তবে বর্তমানে আগের তুলনায় সন্ত্রাসী কার্যক্রম অনেক কমেছে বলেও মন্তব্য করেন তিনি। এজন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার প্রশংসা করে তাদের অনুকূলে ধন্যবাদ জানান এমপি।

এসময় এমপির সাথে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শামশুল আলম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার হোসেন চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি রুহুল আমিন, মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পৌর কমিটির সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা প্রমূখ।

এমপির পরপরই আহত চালককে দেখতে হাসপাতালে ছুটে যান রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান।

হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাক চালক ছৈয়দুল জানায়, সকালে রাঙামাটি শহর থেকে কাঠ ভর্তি ট্রাক নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দিলে সাপছড়ি ইউনিয়নের দেপ্পোয়াছড়ি এলাকায় পৌঁছালে আকষ্মিক তার গাড়ি লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। তারা গাড়িতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোঁড়ে এসময় গুলি গাড়ির বডি ভেদ করে চালকের বাম পায়ে বিদ্ধ হয়। প্রাণ বাঁচাতে এসময় তিনি গাড়ি থেকে নেমে চলন্ত পিকআপ ভ্যানে উঠে পড়েন। তিনি আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।