স্টাফ রিপোর্ট- ২ মে ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দীর্ঘ ৭ বছর পর ‘পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন’ ২৯ সদস্যের রাঙামাটি জেলার আংশিক কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির আহ্বায়ক মো. নাদিরুজ্জামানের সভাপতিত্বে চেম্বার অফ কর্মাসের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল এবং আবু বক্কর সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে মোহাম্মদ ইউনুস, তোফাজ্জল হোসেন, এডভোকেট আবছার আলী, মো. নাদিরুজ্জামান, মো. শহীদ চৌধুরী, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং কাজী মোহাম্মদ জালোয়।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ছগির. শাব্বির আহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে আব্দুল ওয়াব পাটোয়ারী, দপ্তর সম্পাদক পদে জাফরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. শাহাজাহান আলম, যুব বিষয়ক সম্পাদক পদে আব্দুল মান্নান রানা, সমাজ কল্যাণ সম্পাদক পদে আনোয়ার আজিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুদ পারভেজ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে কমলা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক পদে মো. হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সেলিম বাহারী, সহ-অর্থ সম্পাদক পদে একেএম ঈসরাইল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, সহ-যুব বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুল লতিফ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলমগীর হোসেন এবং সহ-শ্রম বিষয়ক সম্পাদক পদে জসিম উদ্দিনসহ মোট ২৯জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এসময় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙামাটি জেলা কমিটির ১০১ সদস্যর মধ্যে ২৯ সদস্যের আংশকি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অবশিষ্ট ৭২ সদস্য বিভিন্ন পদ পদবীসহ মোট ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে অনুমোদন দেওয়া হবে।
নবগঠিত জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না বলেন, বিগত সময়ে কতিপয় লোকের বিশৃঙ্খলার কারণে এটিকে অনেকে সাম্প্রদায়িক সংগঠন মনে করতেন। কিন্তু প্রকৃতপক্ষে এর মূল লক্ষ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা এবং সবার সাংবিধানিক সমঅধিকার প্রতিষ্ঠা করা।
আমরা এর বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর। সবাইকে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রামে যাতে কোনোতেই সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট না হয়, সেভাবে কাজ করতে চাই।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান