॥ মাহাদী বিন সুলতান ॥
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বোরহানউদ্দিন মোজাক্কির এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মিরাজ উদ্দিনের বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন নানিয়ারচর প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে নানিয়ারচর বাজারের চৌরাস্তায় মানববন্ধন ও পরে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেস ক্লাবের সভাপতি মাহাদী বিন সুলতানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক তুফান চাকমা, সিনিয়র সদস্য ওমর ফারুক এবং সদস্য মেহরাজ উদ্দিনসহ আরো অনেকে।
এসময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বোরহান উদ্দিন হত্যার আসামি ও মিরাজ উদ্দিন এর বাসভবনে হামলা এবং বিভিন্ন সময়ে বাংলাদেশে সাংবাদিক অত্যাচার ও নির্যাতনে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বাংলাদেশ সমাচার’র প্রতিনিধি বোরহান উদ্দিন মোজাক্কির এবং গত শনিবার তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।