সংবাদ বিজ্ঞপ্তি
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেসক্লাব। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিতে স্বাক্ষর করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন কোনো সাংবাদিককে ঔপনিবেশিক গোপনীয়তা আইনের মাধ্যমে আইনি হয়রানি গ্রহণযোগ্য নয়, হতে পারে না। অবিলম্বে এই হেনস্তার অবসান দাবি করেন তারা।