সাংবাদিক হান্নানের পিতা মুসলিম কোম্পানির মৃত্যুতে রাঙামাটি প্রেসক্লাবের শোক

364

|| সংবাদ বিজ্ঞপ্তি ||

দৈনিক রাঙামাটির সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এবং জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের রাঙামাটি জেলা প্রতিনিধি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আম্পায়ার তথা রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং রাঙামাটি প্রেসক্লাবের সদস্য জনাব মোঃ হান্নান এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাঙামাটি প্রেসক্লাব। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি যথাক্রমে সাখাওয়াত হোসেন রুবেল আনোয়ার আল হক ও মোঃ অলি আহমেদ প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

এদিকে পৃথক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক রাঙামাটি প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি একেএম মকসুদ আহমেদ। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি শহর তথা রিজাভ বাজারের প্রবীণ বাসিন্দা ও রাঙামাটি শহরের গোড়াপত্তন এর সাথে জড়িত বিশিষ্ট নাগরিক মুসলিম উদ্দিন কোম্পানির এই মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে রাঙামাটিবাসী আরো একজন প্রবীণ ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিক কে হারালো। এই শূন্যতা পূরণ হবার নয়। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রিজার্ভ বাজারের প্রবীণ বাসিন্দা মুসলিম কোম্পানি শনিবার ভোর পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। রাঙামাটি জেলার প্রবীণ এই বাসিন্দা বিগত কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জ্যেষ্ঠ পুত্র মোঃ আব্দুল মান্নান ঠিকাদার রাঙামাটি জেলা বিএনপি’র প্রথম সারির একজন নেতা। তার মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে। শনিবার বাদ জোহর রিজার্ভ বাজার জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় করোনা পরিস্থিতির মাঝেও রাঙামাটি শহরের বিপুল সংখ্যক মানুষ তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।