সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৪

196

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় পর্যটকবাহী তিন চাকার লেগুনা (চট্টমেট্রো-প ০৫-০৯৮৩ উল্টে ৪ জন পর্যটক গুরুতর আহত হয়েছে। আহত পর্যটক সকলের বাড়ি চট্টগ্রাম বলে নিশ্চিত করে স্থানীয়রা।

বৃহস্পতিবার পর্যটক নিয়ে বাঘাইহাট বাজার থেকে সাজেকের উদ্দেশ্য ছেড়ে গিয়ে মাচালং একুইজ্জাছড়ি এলাকায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ৪ জন পর্যটক মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে ফাতেমাতুজ জোহরা ও সালাউদ্দিন নামে দু’জনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁদের গাড়ী যোগে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমগ্লেক্স পাঠায় সেনাবাহিনী।

এদিকে,সাজেক সড়কে এ ধরণের ৩ চাকার লেগুনা গাড়ি চলাচলে পুলিশের ভূমিকা নিয়ে অনেক পর্যটক অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে জানতে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম এর ফোনে বহুবার চেষ্টা করেও পাওয়া যায়নি।