॥ স্টাফ রিপোর্টার ॥
ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী সাজেক বেড়াতে যাওয়ার সময় অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে। দ্বীপিতা চাকমা নামের এই শিক্ষার্থী বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছিলেন সাজেক। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকায় পৌঁছুলে একদল অস্ত্রধারী পাহাড়ি যুবক পথ আগলে শুধুমাত্র চাকমা শিক্ষার্থীকেই অস্ত্রের মুখে নামিয়ে নিয়ে যায়।
অপহরণের সংবাদ পাওয়ার সাথে সাথেই অভিযানে নামে পুলিশ। অবশেষে চতূর্মুখি চাপে সন্ধ্যা ৭টার দিকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকায় এক কারবারীর বাড়িতে মেয়েটিকে রেখে যায় সন্ত্রাসীরা। সাজেক থানা পুলিশ সেখান থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় আনার পর তার পরিবারের লোকদের বুঝিয়ে দিয়েছে।
দ্বীপিতা চাকমা গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর। সে গোলাবারি এলাকার শীতেজ বিকাশ চাকমার কন্যা। দ্বীপিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী। সে তার সহপাঠিদের সাথে নিয়ে সাজেক বেড়াতে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক প্রতিহিংসা থেকেই বাঙালি ছেলেদের সাথে পাহাড়ি মেয়েটির বেড়াতে যাওয়ার বিষয়টি মানতে পারেনি অস্ত্রধারীরা। অপহরণ করলেও মেয়েটিকে তারা কোনো কষ্ট দেয়নি বলে জানা গেছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপহরণ ও উদ্ধার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানান, অপহরণ ঘটনার থবর পাওয়ার সাথে সাথেই পুলিশ মাঠে নামে এবং পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।