<<স্টাফ রিপোর্টার >>
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে জামায়াতে ইসলাম। শুক্রবার (৭ মার্চ) বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম। সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সূরা সদস্য এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি-২৯৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ, খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মো. মিনহাজুর রহমান, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. সর্দার আবদুর রহিম
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম বলেন,
“জামায়াত সব সময় মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে, শান্তির কথা বলে এবং সহাবস্থানের কথা বলে। আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জামায়াত কাজ করে যাচ্ছে।”
রাঙামাটি-২৯৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, “আমরা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের কষ্ট আমাদের কষ্ট। জামায়াতে ইসলাম যেকোনো সংকটে আপনাদের সহায়তা করে যাবে।”
জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।