সাত গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ করলেন উদ্বোধন দীপংকর তালুকদার এমপি

313

॥ স্টাফ রিপোর্টার ॥

দূর্গম বাঘাইছড়ির উপজেলার সাতটি গ্রামের সহ¯্রাধিক পরিবারের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)। শুক্রবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই সংযোগ উদ্বোধন করেন তিনি। এই সংযোগের মাধ্যমে উপজেরার তালুকদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও পৌরসভার আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযুক্ত হলো।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন পার্বত্য চট্টগ্রামের একটি পরিবারও আর অন্ধকারে থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতির সুফল পেতে শুরু করেছে বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাতটি গ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় এক হাজার পরিবার। তারা এখন অন্ধকার থেকে আলো মুখ দেখবে। তাদের জীবনযাত্রার মান অনেকাংশে বদলে যাবে।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ সাইফুর রহমান, বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা, সংশ্লিষ্ট ঠিকাদার দানবীর চাকমাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির বিদ্যুৎ বিভাগ কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে গিয়ে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। পাহাড়ের প্রতিটি গ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না। সেই লক্ষ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তাই প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নসহ গ্রামে গ্রামে নতুন সংযোগ স্থাপিত হচ্ছে। যেখানে খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, সেখানে বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে গ্রামের সাধারণ মানুষ আলোয় আলোকিত হচ্ছে।