|| ইকবাল হোসেন ||
রাঙামাটির ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সানরাইজ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং সংরক্ষিত-১ আসনের কাউন্সিলর জোসনা বেগম কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে মহিলা কলেজ রোডে সানরাইজ ক্লাবের সভাপতি সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা শাওয়াল উদ্দীন, আব্দুল ওয়াহাব পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি ইব্রাহীম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, কোষাধ্যক্ষ জামাল হোসেন, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ, জামাল, আলীসহ রনি, রুবেল, সাইফুল উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন পুরাতন বাস স্টেশন জামে মসজিদের সহকারি ইমাম মাওলানা মো. ইউসুফ। ইফতারের পর ক্লাবের সদস্যরা ফুল ও ক্রেস্ট প্রদান করে সংরক্ষিত-১ আসনের কাউন্সিলর জোসনা বেগম কে সংবর্ধনা দেন।