॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সদর ৩নং সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে উৎসবমূখর পরিবেশে ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন, ৩নং সাপছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিটন বড়–য়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগ সভাপতি এইচএম আলাউদ্দীন। প্রধান বক্তা ছিলেন সুজিত কুমার চাকমা (সুপায়ন)। বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন চাকমা, বরুণ চাকমা, সংঘ চাকমা, জাহিদুল হোসেন, রনজিৎ চাকমাসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের বিভিন্ন স্তরে নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমন।
প্রথম অধিবেশন শুরুতে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে অতিথিদের ফুলেল তোরা দিয়ে বরণ করে নেন সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীদের আলোচনার পর প্রথম অধিবেশন শেষে বিদায়ী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে এক বছরের জন্য জাকির হোসেনকে সভাপতি, সহ-সভাপতি রনি চাকমা ও রবিউল ইসলাম, সুপক্ষ চাকমাকে সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইমন, সাংগঠনিক সম্পাদক তারুম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক কলিন চাকমা, সাংগঠনিক সম্পাদক বরুণ চাকমা ও প্রচার সম্পাদক রনজিৎ চাকমার নাম ঘোষণা করা হয়।
এসময় আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।