সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

162

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন ৩নং সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মানিকছড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের নির্মানাধীন ভবনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন- ৩নং সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিটন বড়–য়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৩নং সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন চাকমা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, ৩নং সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিক্সন চাকমা, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক বকুল চাকমা।

অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো. ইমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ইউনিয়ন ছাত্রলীগ নেতা সংঘমিত্র চাকমা।

বক্তব্যে সদর থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১০ ডিসেম্বর সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে রিটন বড়–য়া আগামী ১০ ডিসেম্বর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। এর পাশাপাশি তিনি- সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।