সাপছড়ি ইউনিয়ন মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

105

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদর উপজেলাধীন ৩নং সাপছড়ি ইউনিয়ন মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়–য়া।

অনুষ্ঠানের উদ্বোধন করেন- সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিটন বড়–য়া। প্রধান বক্তা ছিলেন- জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তপন দাশ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি রতন দাশ ও সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন চাকমা। বিশেষ বক্তা ছিলেন- জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসহাক।

সম্মেলনে সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সুনীল কুমার চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চালনায় মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়–য়া সাপছড়ি ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে ললীত চাকমা ও সাধারণ সম্পাদক হিসেবে হিরু চাকমার নাম ঘোষণা করেন।