সামাজিক সংগঠন প্রিয় রাঙামাটি’র করোনা সচেতনতা কর্মসূচি পালন

381

॥ স্টাফ রিপোর্টার ॥
‘আর নয় করোনা ভয়, থাকবো সচেতন করবো জয়’ এই শ্লোগানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রিয় রাঙামাটি’ এর উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রিয় রাঙামাটির সেচ্ছাসেবীরা বনরূপা সোনালী ব্যাংকের সম্মুখে কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক প্লে-কার্ড হাতে “প্রিয় রাঙামাটি” এর স্বেচ্চাসেবীরা সর্বস্তরের মানুষদের সচেতন করেন এবং সকল বয়সী মানুষদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করানো হয়।

এসময় কো-অর্ডিনেটর প্রিয়া হক ও মোঃ আজাদুল ইসলাম জিসাত এর নেতৃত্বে প্রিয় রাঙামাটি সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদার, সিনিয়র সদস্য তাজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন কায়সার, মায়েচিং মারমা, বিশাল চৌধুরী সানিসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।