॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের আওতাধীন সিলেটি পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার ২বছর মেয়াদী নতুন পরিচালনা কমিটির কাছে পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেছে।
সোমবার (০১ মার্চ ২০২১ খ্রিঃ) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে পুরাতন কমিটির সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দীন ও কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন নতুন কমটির সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (ফুলন) ও কোষাধ্যক্ষ মো. নাছির এর কাছে সকল কাগজপত্র ও আর্থিক হিসাব বুঝিয়ে দেন। এসময় অন্যান্যের মধ্যে- নতুন কমিটির সহ-সভাপতি মো. সায়েদ, যুগ্ম-সম্পাদক মো. শামীমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) পূর্বের কমিটির উপদেষ্টা মো. ফজলুল কাদের, আশরাফ আলী, আব্দুর রহমান (সোনা মিয়া), তাজির আলী, এলাকাবাসী মশিউর রহমান, মফিজ, সালাউদ্দীন ও সোহেলসহ এলাকায় ৮৪ পরিবার থাকলেও ৩২জনের উপস্থিতিতে মৌখিক ভোটের মাধ্যমে মো. ফারুককে সভাপতি, হারুনুর রশিদ (ফুলন)কে সাধারণ সম্পাদক ও মো. নাছিরকে কোষাধ্যক্ষ করে ২বছর মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দীন বলেন, আমাদের কমিটি দায়িত্ব নেওয়ার পর মাদ্রাসার বিল্ডিং নির্মাণ, মসজিদের উন্নয়নসহ মোট ২৩টি কাজ বাস্তবায়ন করেছি। আর সময়ের অভাবে আমরা- কুতুব উদ্দীনের ওয়াকফ করা ৩ শতক জায়গা বিক্রয়ের উদ্দেশ্য সাবেক সভাপতি ফজলুল কাদের অর্থ গ্রহণ করেছিলেন। আমরা অর্থ ফেরত দিয়ে জায়গাটি উদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা করেছি। মসজিদ ও স্কুলের সিমানা নির্ধারণের ব্যাপারে কয়েকবার চেষ্টা করেছি। মসজিদের ১৫ শতক জায়গা রেজিস্ট্রি করার বিষয়ে হেডম্যানের সাথে আলোচনা হয়েছে এবং তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যাত্রী ছাউনী মসজিদে অন্তর্ভূক্তির বিষয়ে সমাজের সিদ্ধান্তে মেয়রের সাথে আলোচনা করেছি। তিনি আরো বলেন আমি আশাবাদী যে, নতুন কমিটি এই কাজগুলো বাস্তবায়ন করবে।