সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

101

॥ স্টাফ রিপোর্টার ॥

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বনরূপা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙামাটি জেলা।

সমাবেশে বক্তারা, পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

সমাবেশে রাঙামাটি জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি আল্লামা শফিউল আলম আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুফতি ইকবাল হোসাইন আলকাদেরী।

এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আহলে সুন্নাতের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা মোঃ আখতার হোসেন চৌধুরী, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী আল্লামা সুলতান মাহমুদ কাদেরী, পরিচালনা করেন আহলে সুন্নাতের প্রচার সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন কাঠালতলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সেকান্দর হোসেন রেজভী। উপস্থিত ছিলেন রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও বনরূপা জামে মসজিদ এর সহ-সভাপতি আলহাজ্ব আজম খান চৌধুরী।