খাগড়াছড়ি জেলা সদরের দূর্গম নুনছড়ি গ্রামে হতদ্ররিদ্র পাহাড়ি বাঙ্গালী পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রাথমিক বিদ্যালয় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে ও মহালছড়ি জোন নুনছড়ি শিশু নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মান করে। শনিবার দুপুরে মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে:কর্ণেল সৈয়দ মোহাম্মদ আবদুল্লা জুয়ায়েদ আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টি উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে মহালছড়ি সেনাজোনের উপ অধিনায়ক মেজর মঞ্জুর এলাহী ,মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক দিদারুল আলম, নুনছড়ি গ্রামের হেডম্যান কার্বারি সহ সামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়টির মাধ্যমে নুনছড়ি এলাকার শতাধিক পাহাড়ী বাঙালী পরিবারের শিশুরা প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারবে।দীর্ঘবছর যাবত এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।