সেনাবাহিনীর আয়োজনে নানিয়ারচরে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা

139

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে নানিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে নানিয়ারচর সদরের বিভিন্ন দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোর সেনাবাহিনীর অভিজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা গ্রহন করেন।

এসময় নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি) এই কর্মসূচির সার্বিক নেতৃত্ব প্রদান করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রম, বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, দুর্গম এলাকায় সেনাবাহিনীর এই কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে।

নানিয়ারচর জোন অধিনায়ক বলেন, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়। এলাকাবাসীর মাঝে শান্তি সম্প্রীতি ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন সর্বদা কাজ করে যাবে।