স্টেডিয়াম এলাকায় অগ্নিকান্ডে চার দোকান ও এক বসতঘর পুড়ে ছাই

313

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় সংঘটিত অগ্নিকান্ডে চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ আগষ্ট) মধ্যরাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে অন্তত: ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুনের ফুলকী দেখা যায়। সাথে সাথে আমরা আগুন নিভাতে চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ তারা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং সহযোগিতা করার আশ্বাস দেন।