স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: অংসুই-প্রু

424

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশের সঠিক ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, তাই নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ সমৃদ্ধ সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী এসব কথা বলেন।

রোববার জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের প্রাক্তণ সভাপতি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমদ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, আর্ট একাডেমীর পরিচালক রেজাউল করিম রেজা,রাঙ্গামাটি জেলা আওয়ামী-যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুজন বড়–য়া, শহর যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের রাফি প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করতে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সারা বাংলাদেশের মতো পার্বত্য চট্টগ্রামে ও সমানতালে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রার পথে সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতার ১ম দিন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ৫শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করে।