৯ এপ্রিল ২০২৩, রোববার- ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।
স্টাফ রিপোর্টার, ঢাকা : সম্প্রতি বান্দরবানে বম জাতিসত্তার ৮ জনকে ঠান্ডা মাথায় হত্যার অভিযোগ তুলে এবং ইউপিডএফ সংগঠক মাইকেল চাকমা গুমের ৪ বছর উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমূখে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রামে সক্রিয় চারটি সংগঠন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ), বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
বিক্ষোভ মিছিলের পূর্বে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা এ রাষ্ট্র ৪ বছরেও গুমের শিকার মাইকেল চাকমার সন্ধান দিতে না পারায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান দেয়ার দাবি জানান। এছাড়া বক্তারা রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তথাকথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বান্দরবান জেলার রোয়াংছড়িতে বম জাতিসত্তার ৮ গ্রামবাসীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে অভিযোগ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এ হত্যাকাণ্ডে জড়িত খুনীদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদান, পার্বত্য চট্টগ্রাম ও সারাদেশে খুন-অপহরণ-গুম-ধর্ষণ, নির্বিচারে ধরপাকড়সহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার দাবি করেছেন।
আজ রবিবার (৯ এপ্রিল ২০২৩) সকাল ১১টায় ঢাকা বিশ^বিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত সমাবেশে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধূরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় সহ-সভাপতি বিপ্লব ভট্টাচার্য, মায়ের ডাক’র আহ্বায়ক ও গুম হাওয়ার ব্যক্তি সুমনের বড় বোন আফরোজা ইসলাম আখি, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছায়দুল হক নিশান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা।
এ আয়োজনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, লেখক রেহেনুমা আহম্মেদ, লেখক ও অনুবাদক ওমর তারেক চৌধূরী, গণতান্ত্রিক ছাত্র জোটভূক্ত ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দীলিপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা। এছাড়াও ঢাকা বিশ^বিদ্যালয়ে সাবেক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার সাদিয়া আরমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ, গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নজির আহম্মেদ জয়, বাংলাদেশ ছাত্র-যুব আন্দোলনের তাওফিকা প্রিয়া প্রমুখ সংহতি জানিয়েছেন ।
সমাবেশে শেষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্ত্বর হয়ে হাইকোর্ট সামনে শিক্ষা অধিকার চত্ত্বরে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভেঙ্গে সামনে এগোতে চাইলে পুলিশ সাথে ধস্তাধস্তি হয়। প্রায় ১৫-২০ মিনিট ধস্তাধস্তির পরে সেখান থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
বার্তা প্রেরক- থুইলাপ্রু মারমা
দপ্তর সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
আপলোড ও সম্পাদনা, শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি