স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাঙামাটিতে আহলে সুন্নাতের আলোচনা সভা

346

॥ স্টাফ রিপোর্টার ॥

মুক্তিযুদ্ধে সুফীবাদীদের প্রত্যক্ষ ভুমিকা ছিল। সুন্নী দরবার ও মাদ্রাসাসমূহ ছিল মুক্তিযোদ্ধাদের একেকটি নিরাপদ আস্তানা। দেশের যেকোন সংকটময় মুহুর্তে সুন্নীরা এগিয়ে এসেছিল সর্বাগ্রে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটি জেলা আহলে সুন্নাতের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এসময় বক্তারা আরো বলেন, দেশের যেকোন সংকটময় মুহুর্তে দেশের সুন্নী আলেম ও দরবারের প্রতিনিধিগন নিঃস্বার্থভাবে ভুমিকা রেখেছেন। এখনো রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন। সম্প্রতি করোনা সংকটকালে গাউসিয়া কমিটির নিঃস্বার্থ মানবসেবা দেশ বিদেশে প্রশংসিত হয়েছে।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় সুন্নী আলেমগন মসজিদে মসজিদে জুমার খুতবায় লোকজনদের পাকিস্তানি জালিম বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। অনেক দরবারের পীর ও পীরজাদাগনও সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশের সুন্নী দরবারসমূহ মানবসেবা ও দেশের কল্যানে কাজ চালিয়ে যাচ্ছেন।
এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আহলে সুন্নাতের মূখপাত্র এডভোকেট আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতেয়ার। এসময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন করা হয়।

জেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহম্মদ ও রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী। যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ গেইট জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল ক্বাদেরী, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, জেলা গাউসিয়া কমিটির সদস্য হাজী নাছির উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ¦ আনোয়ার মিয়া বানু, রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ¦ সাব্বির আহমদ ওসমানী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর ও সাধারণ সম্পাদক আবু জাফর সওদাগর প্রমুখ। আলোচনা সভা শেষে নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।