স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নানিয়ারচরে উঠান বৈঠক

344

নানিয়ারচর প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়িত তথ্য আপা প্রকল্প আয়োজিত বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নানিয়ারচর থানা সংলগ্ন মাঠে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

উপজেলা তথ্য আপা মুন্নি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, নানিয়ারচর কলেজ প্রভাষক বর্ণা বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও আবুল বাশার চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, আমাদের কে সচেতন হতে হবে। যেখানেই নারী নির্যাতন, বাল্য বিবাহ বা নারী অধিকার হরন হবে সাথে সাথে তথ্য আপার মাধ্যমে আইনি সহায়তা নিতে হবে। এসময় ফজলুর রহমান বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।